
এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
এলাকাবাসীরা জানায়, অসাবধানতা বসত ওই এলাকার লালন শেখের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন স্যালো মেশিনের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী জানান, ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও কিছু কম্বল দেয়া হয়েছে।