ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে : আইজিপি

SHARE

পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারা দেশে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে, সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদুল উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করতে এসে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযান তা জোরালোভাবে শুরু করেছি। আশা করি এর প্রভাব আস্তে আস্তে শুরু করেছে। এটা অব্যাহত থাকবে। প্রতিবছর ঈদের সময় যাত্রী সাধারণ যাতে যথা সময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এবারও আমরা এ রকম একটা ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চায়তে অনেক ভালো। আগে যাত্রী সাধারণের যে দুর্ভোগ দেখেছি, এখন সে দুর্ভোগ আর নেই।

এ সময় প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আহামেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি (ক্রাইম) হায়দার আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।