মাগুরায় পেট্রোল বোমার ঘটনায় বিএনপি ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

SHARE

pettrol bomaমাগুরায় ট্রাকে পেট্রোল বোমায় নয় শ্রমিক হতাহতের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, পৌর কাউন্সিলরসহ ৪২ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

রোববার সদর থানার এ এস আই (উপসহকারী পরিদর্শক) মো. আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছে

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) শ্রী নিকুঞ্জ কুমার কুন্ডু জানান, “বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত এ মামলার তদন্ত শুরু হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় প্রধান আসামী করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, পৌর বিএনপি সহ-সভাপতি ও কাউন্সিল মাসুদ হাসান খান কিজিলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ৪২ নেতাকর্মীকে।”

শনিবার রাত ৮টার দিকে মাগুরার মঘীর ঢাল এলাকায় একটি খালি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে মাগুরা সদর উপজেরার মালিকগ্রামের ৯ ট্রাক শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদেরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এরপরে হাসপাতালে রওশন আলী, শাকিল মোল্লা ও আব্দুল মতিন মারা যায়।