সিটি করপোরেশন নির্বাচন হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার সকালে সালাহ উদ্দিন আহমেদের গুলশানের বাসায় তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে সন্দেহ প্রকাশ করেন তিনি
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবি জানিয়ে বি. চৌধুরী বলেন, “সরকার রাষ্ট্র পরিচালনা করছে। তাই তাদের দায়িত্ব সালাহ উদ্দিনকে খুঁজে বের করা। সরকার যদি অন্যান্য ক্ষেত্রের মতো এখানেও ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।”
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনা রাজনীতিতে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
সিটি করপোরশন নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকল্পধারার প্রেসিডেন্ট বলেন, নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে। আর হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
এর আগে তিনি নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।