সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের

SHARE
sahoবাংলাদেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার রবার্ট গিবসন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের বয়কটের মধ্যে ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে যুক্তরাজ্যের সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেন কেউ কেউ।
এর মধ্যেই দেশটির প্রভাবশালী সংবাদপত্র টেলিগ্রাফে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নের ক্ষেত্রে  যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকেএইড পুনর্বিবেচনা করছে।
যার পরিপ্রেক্ষিতে শনিবার দেয়া এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার এ বিষয়ে বলেন, বাংলাদেশ ও ব্রিটিশ জনগণের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ইউকেএইড উন্নয়ন প্রকল্প পরিচালনা করে।
আর ‘সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক ও দরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্যে’ বিশ্বব্যাপী যুক্তরাজ্যের চালু করা প্রকল্পে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।