দেশটির সংশোধিত বাজেট প্রস্তাবনার বরাত দিয়ে রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভ্রমণবাবদ নতুন সরকারের প্রথম বছরের এই ব্যয় কংগ্রেস নেতৃত্বাধীন গত ইউপিএ সরকারের শেষ অর্থবছরের (২০১৩-১৪) ব্যয়ের চেয়ে ৫৯ কোটি রুপি বেশি। ওই অর্থবছরের ইউএপিএ সরকারের ভ্রমণ-ব্যয় ছিল ২৫৮ কোটি রুপি।
ভ্রমণ খাতে দেখানো এই ব্যয়ের মধ্যে রয়েছে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীদের ভ্রমণ ব্যয় এবং ভিভিআইপিদের (প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট) ব্যবহৃত বিমানের রক্ষণাবেক্ষণ বাবদ খরচ।
প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভার যেকোনো সদস্যের চেয়ে বেশি ভ্রমণ করেছেন।
এদিকে ভ্রমণবাবদ মোদি সরকারের ব্যয় সহসাই কমছে না উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আগামী ১ এপ্রিল শুরু হতে যাওয়া ভারতের ২০১৫-১৬ অর্থবছরে সরকারের ভ্রমণ-ব্যয় ধরা হয়েছে ২৬৯ কোটি রুপি।