সবাইকে ছাড়িয়ে গাফটিল

SHARE
gaptil21নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করার কৃতিত্বটা তার আগেই ছিল। প্রথম ডাবল সেঞ্চুরি করে সেটিকে ছাড়িয়ে যাওয়ার আনন্দটা নিশ্চিতভাবেই অন্যরকম।
তবে মার্টিন গাফটিলের উচ্ছ্বাসের বড় উপলক্ষ্য হতে পারেন ক্রিস গেইল।
মাত্র দুই সপ্তাহ আগে যে ক্রিস গেইল বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করে বিশ্বব্যপি হইচই ফেলে দিয়েছিলেন, সেই গেইলের চোখের সামনে তারই সতীর্থদের বোলিংকে দুমড়ে মুচড়ে গাফটিলই এখন বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক!
নান্দনিক আর তাণ্ডবীয় ব্যাটিংয়ে ২৩৭ রানের অপরাজিত ইনিংস ক্রিকেট ইতিহাসেরও দ্বিতীয় সর্বোচ্চ।
১৬৩ বলে খেলা গাফটিলের আড়াইশ ছুঁই ইনিংসটি নিশ্চিতভাবেই হয়ে উঠবে ওয়ানডে ক্রিকেটের ব্যাটিং বিজ্ঞাপন।
প্রথমে ইনিংস গড়া, প্রয়োজনে রান তোলা আর শেষদিকে উইকেটে থিতু হওয়ার সুযোগ কাজে লাগিয়ে বড় বড় শট খেলা।
২৪ চার আর ১১ ছয়ের মিশেলে সাজানো নিপুণ এক ইনিংস।
সবচেয়ে বড় ঝড়টা গেছে দুই ক্যারিবীয় পেসারের উপর দিয়ে। অধিনায়ক জ্যাসন হোল্ডারের ২৪ বলে ৫ ছয়ে নিয়েছেন ৪৬ রান। আর আন্দ্রে রাসেলের ৩১ বলে ৫৪ রান।
তবে ইনিংসের শুরুতে রয়েসয়েই খেলেন গাফটিল। কিউই ইনিংসের শুরুতেই ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর কেন উইলিয়ামসনকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান। বলের সঙ্গে পাল্লা দিয়ে প্রথম ফিফটিতে খরচ করেন ৬৪ বল।
ক্যারিয়ারের সপ্তম শতকে পৌছাতে নেন ১১১ বল।
পরের ২৩ বলে ফিফটি আর ৪১ বলে ১০০ মিলিয়ে ১৫২ বলেই তুলে নেন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ও প্রথম ডাবল সেঞ্চুরি। মুহুর্তে টপকে যান চলতি বিশ্বকাপে ক্রিস গেইলের গড়া ২১৫ রানের বিশ্বরেকর্ডও।
শেষ ওভারে ২০ রান নিয়ে মাঠ ছাড়েন অপরাজিত ২৩৭ রানে। যেটি বিশ্বকাপের সর্বোচ্চ, কোনো কিউই ব্যাটসম্যানেরও।
এর আগে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ১৮৯ রানও ছিল গাফটিলের।