প্রতিটি সিনেমা মুক্তির আগে নার্ভাস থাকি : কিয়ারা

SHARE

চলতি বছর প্রায় পুরোটা সময় প্রেম-বিয়ে নিয়ে শিরোনামে থাকলেও বেশ কয়েকটি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। বছরের শেষ সিনেমা হিসেবে সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমাটি। এতে তিনি ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
সিনেমাটি মুক্তির পর খুব একটা আলোচনায় না থাকলেও বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শক-সমালোচকদের। বিষয়টি নিয়ে রীতিমতো উচ্ছ্বাসিত কিয়ার। দর্শকদের এমন প্রতিক্রিয়া জীবনের সেরা উপহার মনে করছেন এই অভিনেত্রী।
কিয়ারা বলেন, ‘আমি বরাবরই মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে এমন সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। একটি সিনেমা নির্মাণের পেছনে উদ্দেশ্য থাকে বিনোদনের পাশাপাশি একাধিক সচেতনতামূলক বার্তা দেওয়া। আমরা কিন্তু নিজেদের জন্য সিনেমা নির্মাণ করি না, দর্শকদের জন্য নির্মাণ করি। তাই সব সময় আমাদের চাওয়া থাকে সবাই সিনেমাটি পছন্দ করুক এবং প্রত্যেকে হাসিমুখে আনন্দ ও বিনোদন নিয়ে হল থেকে বের হয়ে আসুক।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু চাই আপনি বারবার সিনেমাটি দেখুন এবং নিজের জায়গা থেকে কাজটি মূল্যায়ন করুন। একটি সিনেমার রিভিউয়ের চেয়ে শিল্পী জীবনে সেরা আর কিছু হতে পারে না।’
এদিকে কিয়ারার সর্বশেষ সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’ ডিজনি প্লাস হটস্টারে তার ভক্তরা দেখতে পাচ্ছেন।
সিনেমাটি মুক্তির আগের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিয়ারা আরও বলেন, ‘আমি প্রতিটি সিনেমা মুক্তির আগে বরাবরই নার্ভাস থাকি। সেটা থিয়েটার বা ডিজিটাল রিলিজ যে মাধ্যমেই হোক। শুধু মুক্তির সময় নয়, নিজের কাজের ট্রেলার মুক্তিতেও দর্শকরা গ্রহণ করবে কী করবে না তা নিয়ে ভয় কাজ করে।’
প্রতিটি সিনেমায় কিয়ারাকে ভিন্ন ভিন্ন লুকে দেখে থাকেন তার ভক্তরা। এমনকি চরিত্রগুলো ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে দেখা যায় তাকে।
বিষয়টি নিয়ে কিয়ারা গণমাধ্যমে আরও বলেন, ‘দেখুন, একজন অভিনেতা হিসাবে আমি সব সময় পরিচালকের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি। তিনি চরিত্রটি কোন রূপে দেখতে চান সেটা করার চেষ্টা করি। আমি মনে করি পরিচালকের দৃষ্টিভঙ্গি বুঝতে না পারলে চরিত্রটি সঠিকভাবে রূপায়ন সম্ভব নয়।’
বর্তমানে কিয়ারার হাতে ‘সত্যপ্রেম কী কথা’সহ বেশ কয়েকটি বলিউড এবং দক্ষিণি সিনেমার কাজ রয়েছে।