জাতিসংঘে ‘বাংলাদেশ লাউঞ্জ’ উদ্বোধন

SHARE

un secজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার জাতিসংঘ সদর দফতরে আনুষ্ঠাকিভাবে ‘বাংলাদেশ লাউঞ্জ’এর উদ্বোধন করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ হলের দোতলার ব্যালকনিতে লাউঞ্জটি শুরু করা হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা লাউঞ্জটি ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিসহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রেরিত এক বার্তায় মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদের লাউঞ্জটি বেশি বেশি ব্যবহার করার আহ্বান জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এখানে বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। স্পিকার এই লাউঞ্জ দেওয়ার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভের ৪০ বছর পর এ লাউঞ্জটি পেয়েছে। তিনি লাউঞ্জটির সর্বাধিক ব্যবহারের আহ্বান জানান। সূত্র: বাসস।