ভারতের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত: সাকিব

SHARE

sakib17বাংলাদেশের ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘‘বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ আটে ভারতের চ্যালেঞ্জ নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’’

মঙ্গলবার মেলবোর্নে সাংবাদিকদের এ কথা বলেন সাকিব।

সাকিব বলেন, ‘‘আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, তেমনটাই খেলতে চাই। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। অবশ্যই এটা আমাদের মনে থাকবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’’

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আরো বলেন, ‘‘ভারত ভালো একটি দল। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। ওদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে।’’

বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছে ভারত। যার তিনটিতে জিতেছে বাংলাদেশ। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ধোনি, রায়নাদের নিয়ে এবারের দলটিও বেশ শক্তিশালী। সে কথা স্মরণ করেও সাকিবের প্রত্যয়ী, ‘ভারত খুবই ভালো দল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা বিশ্বকাপেও দারুণ করছে। তবে আমাদের আত্মবিশ্বাসও যথেষ্ট পরিমাণেই আছে। এখন ম্যাচের জন্য অপেক্ষা করছি আমরা। কাগজে কলমে অবশ্যই ভারত এগিয়ে, এতে কারোই সন্দেহ নেই। তবে একটা দিনই তো, কে জানে দিনটা আমাদের ভালো যেতে পারে, আর ওদের জন্য খারাপ।’