সরাসরি সম্প্রচার হবে থার্ড আম্পায়ারের সঙ্গে কথোপকথন

SHARE
3rd aক্রিকেটে তৃতীয় আম্পায়ারকে কাজে লাগানো হয় মাঠের আম্পায়ারদের সংশয়পূর্ণ সিদ্ধান্তের শুদ্ধতার জন্য। আপাতদৃষ্টিতে যা মাঠের আম্পায়ারদের সঠিক সিদ্ধান্ত, অনেক ক্ষেত্রেই তা থার্ড আম্পায়ারের গভীর বিশ্লেষণে ভুল বলে প্রমাণিত হয়।
তবে সেই থার্ড আম্পায়াররাও পুরো নির্ভুল হয়ে উঠতে পারেন না; অন্তত সমর্থকদের চোখে। তৃতীয় আম্পায়ার যে দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত দেন, সেটির ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় অনেক দলকেও।
তবে অসন্তোষ প্রকাশ পর্যন্তই, সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারের যুক্তি বা মতামত জানার সুযোগ হয় না।
এবার ক্রিকেট ম্যাচে সেই ব্যবস্থাও হয়ে যাচ্ছে।
এখন থেকে মাঠের আম্পায়ারের সঙ্গে থার্ড আম্পায়ারের কথোপকথন শুনতে পাবেন দর্শকরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি।
রান আউটের সিদ্ধান্ত, খেলোয়াড়দের রিভিউ বা অন্যান্য বিষয়ে মাঠের আম্পায়াররা থার্ড আম্পায়ারের সঙ্গে যে পরামর্শমূলক কথা বলবেন, তা সরাসরি শোনানো হবে টিভি ধারাভাষ্যে।
গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার একদিনের সিরিজে এই নিয়মটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।