রাশিয়ায় বেশিরভাগ অঞ্চলজুড়ে সামরিক মহড়া শুরু করেছে। ৪৫ হাজারেরও বেশি সেনা, যুদ্ধবিমান এবং সাবমেরিন নিয়ে সোমবার থেকে এ মহড়া শুর করলো দেশটি।
ক্রিমিয়া নিয়ে স্নায়ুযুদ্ধে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শীতল হওয়ার এ সময়ে এ মহড়াই ক্রেমলিনের সবচেয়ে বড় শক্তি প্রদর্শন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নৌবাহিনীর নর্দার্ন ফ্লিটকে আর্কটিক অঞ্চলে পূর্ণ যুদ্ধপ্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।
মনে করা হচ্ছে, প্রতিবেশী নেটো সদস্য দেশ নরওয়ের সামরিক মহড়ার পাল্টা জবাবেই পুতিন এ নির্দেশ দিয়েছেন।