সালাহ উদ্দিনকে খুঁজে না পাওয়া অশুভ লক্ষণ

SHARE

suronjitআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এক সপ্তাহ যাবৎ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাকে খুঁজে না পাওয়াটা রাজনীতির জন্য অশুভ লক্ষণ বলে আমি মনে করি।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা এক অজানার পথে চলছি, এর গন্তব্য কোথায় আমরা তা নিজেরাই জানি না। রাজনীতি হবে জনসমর্থনে, জনগণকে নিয়ে প্রকাশ্যে। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এই রাজনীতি যদি অন্তর্ঘাতে পরিণত হয়, তাহলে তা হবে রাজনীতির জন্য অশুভ লক্ষণ।

সুরঞ্জিত আশাবাদ ব্যক্ত করে বলেন, সর্বমহল থেকে সর্বপ্রচেষ্ঠায় সালাহ উদ্দিনের ব্যাপারে একটি ভাল খবর শোনা যাবে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া সহিংসতাকে আরো উস্কে দিয়েছেন অভিযোগ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এতোদিন পরে বেগম সাহেব (খালেদা জিয়া) সংবাদ সম্মেলন করেছেন। মানুষ আশা করেছিল, উনি সহিংসতার রাজনীতি থেকে সরে আসবেন। কিন্তু তিনি তা আরও উস্কে দিয়েছেন।