ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার দুপরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হকের যৌথ বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে মিনারা বেগমসহ ২৬ জন অভিভাবক শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দানে একটি রিট আবেদন করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।