ইসলামাবাদ: জিও নিউজসহ পাকিস্তানের জিও টেলিভিশন নেটওয়ার্কের মালিকানাধীন তিনটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-পামরা। একই সঙ্গে তিনটি চ্যানেলের কার্যালয়ও সিলগালা করার নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জিও নিউজ ছাড়াও জিও তেজ ও জিও এন্টারটেইন্টমেন্টের সম্প্রচার বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় পামরা। তবে ২৮ মে এ তিন টেলিভিশনের লাইন্সেস বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
এদিকে গত এপ্রিলে জিও নিউজের নির্বাহী সম্পাদক হামিদ মীরের ওপর গুলির ঘটনায় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সংবাদ চ্যানেলটি। এর পরেই চ্যানেলটি বন্ধ করে দেয়ার জন্য আবেদন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।