
শনিবার মধ্যরাতে হিলি সীমান্তের বড়চড়া এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। বিজিবি বলছে এর আনুমানিক প্রায় আট লাখ টাকা।
বিজিবি’র বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, গভীর রাতে ভারত থেকে একদল চোরাকারবারী এগুলো নিয়ে দেশে প্রবেশ করে। এসময় গোপন সংবাদ পেয়ে ক্যাম্পের টহল দলের কমান্ডার শওকত হোসেন ফোর্স নিয়ে এগুলি জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
তিনি জানান, ফেন্সিডিল ও অ্যাম্পুলের দাম আনুমানিক আট লাখ টাকা।