ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ২৬টির এবং অপরির্বতিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-ডেল্টা লাইফ, অরিয়ন ফার্মা, হাইওয়ে টেক্সটাইল, একটিভ ফাইন, মতিন স্পিনিং, সিভিও পেট্রোক্যামিকেল, লার্ফাজ সুরমা, আফ্রএগ্রো, দেশ গার্মেন্টস ও গ্রামীণ ফোন।
অন্যদিকে, গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে চার হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২১৭ কোটি ৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ১২ কোটি টাকা।