চলমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ৩ এপ্রিল রাজধানী অভিমুখে সাদা পতাকা হাতে ‘মার্চ ফর পিস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার এই কর্মসূচির কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চলমান সঙ্কটের সমাধান দিতে পারে বলেও মত দেন চরমোনাই পীরেরর দলের এই সিনিয়র নেতা।।
মোহাম্মদ ফয়জুল করীম বলেন, “জনগণের স্বার্থরক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়ে কেউ এই উপমহাদেশে টিকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।”
দেশ স্বাধীনে মুসলমানদের ভূমিকা সবচেয়ে বেশি করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, “মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিও হিন্দুদের স্বার্থেই বাদ দেয়া হয়। দেশ স্বাধীন হলেও আধিপত্যবাদী শক্তির আগ্রাসন বন্ধ হয়নি।”
সকল ষড়যন্ত্রকারী, আন্তর্জাতিক আধিপত্য শক্তিকে রুখে দিতে অন্যায়- অসত্য ও দেশবিরোধী, ইসলামবিরোধী শক্তির ক্রীড়নকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।