সেরার চোখে সেরা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এল ক্লাসিকো এক সপ্তাহ বাকি থাকতে ফুটবলসম্রাট পেলে জানিয়ে দিলেন, ক্লাব ফুটবলের সবচেয়ে মেগাম্যাচের শ্রেষ্ঠ আকর্ষণ আর লিও মেসি নন। “অনেক বছর মেসি-রাজত্বের পরে এখন ফুটবলে সেরা রোনাল্ডো। ধারাবাহিক ভাবে গোল করতে পারে ও,” বলেছেন কিংবদন্তি পেলে। এলএম টেনকে ছাপিয়ে সিআর সেভেন এই মুহূর্তে তার বিচারে সেরা হলেও পরবর্তী প্রজন্মে নেইমারের হাতে ব্যালন ডি’অর দেখছেন পেলে। “ভবিষ্যতে নেইমার আরও উন্নতি করবে। বার্সেলোনায় ও হবে আসল তারকা। ব্রাজিলকেও ফিফা র্যাঙ্কিংয়ে যোগ্য স্থানে পৌঁছতে সাহায্য করবে,” মন্তব্য পেলের।
এল ক্লাসিকোর উপরে শুধু রিয়ালের লা লিগা জেতার ভাগ্যই নয়, নির্ভর করছে কার্লো আন্সেলোত্তির কোচের সিংহাসনে বসে থাকার ভাগ্যও। শোনা যাচ্ছে, এল ক্লাসিকো জিতলে ‘লাইফলাইন’ পাবেন রিয়াল কোচ। না হলে হয়তো বহিষ্কার করা হতে পারে রিয়ালের ইতালীয় কোচকে।
রিয়াল সমস্যায় জর্জরিত হলেও বার্সা এখন ফুরফুরে মেজাজে। মরসুম শুরুর থেকে কোচ লুই এনরিকে ও টিমের মহাতারকা লিও মেসির মধ্যে ঝামেলা চললেও এখন পরিস্থিতি উল্টো। মেসির দুর্দান্ত ফর্মেই বার্সা এখন লিগ শীর্ষে। ক্লাবের এক সূত্রের মতে, কোচের ছকের সঙ্গে মানিয়ে নিচ্ছেন মেসি। ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও বার্সার ‘চোখের মণি’ জানিয়েছেন তিনি আর ক্লাব ছাড়তে চান না।
মেসিকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী এনরিকে যে ঠাট্টা করে বলেছেন, “মেসিকে আমি ডিফেন্সে খেলালেও হয়তো ও দুর্দান্ত খেলে দেবে।”