ঢাকা: জম্মিু-কাশ্মির অঞ্চলে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এর ১৭ যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩৪ জন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মঙ্গলবার জম্মু-শ্রীনগর মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। রামবান জেলার দিগদো এলাকার কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ৪শ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয় জন নারী এবং একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন। এদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হেলিকপ্টারে করে জম্মুতে নিয়ে আসা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনা, পুলিশ ও দমকল বাহিনী।
বাসের অধিকাংশ যাত্রী ছিল পুঞ্চ ও রাজৌরি জেলার বাসিন্দা। এছাড়া কিছু যাত্রী ছিল গুজরাট প্রদেশের। তারা কাশ্মির উপত্যকায় এক র্যালিতে অংশ নিতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।