চার দিন হাসপাতালে থাকতে হবে মান্নাকে

SHARE

mannaa24ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চার থেকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হবে।

মান্নার চিকিৎসার দায়িত্বে থাকা ঢামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুল ওয়াজেদ চৌধুরী বুধবার এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকালে তিনি মান্নাকে দেখেছেন। মান্না কার্ডিওলজি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তিনি অতিরিক্ত উচ্চ রক্তচাপে ও বুকের ব্যথায় ভুগছেন। বর্তমানে বেডে আছেন। প্রসাব–পায়খানার জন্য তিনি বাইরে যেতে পারবেন না। বিছানায় থেকেই তাকে সবকিছু করতে হবে।

মান্নার পরিবারের লোকজন জানান, চিকিৎসকরা মান্নার স্বাস্থ্যের অবস্থা যাচাইয়ের জন্য কয়েকটি পরীক্ষা দিয়েছেন।

উল্লেখ্য, মান্না বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নেয় ডিবি পুলিশ।

এর আগে রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড শেষে মান্নাকে গত শনিবার ফের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মান্নার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।