সৌদির সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল সুইডেনের

SHARE

stefanসৌদি আরবের সাথে  অস্ত্র চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ সুইডেন। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভ্যান মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করার পর থেকে বিশ্বব্যাপী ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে সে কারণে তারা অস্ত্র চুক্তি বহাল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আরব লীগের সম্মেলনে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রমকে বক্তৃতা করতে না দেয়ায় সৌদি আরবের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে এমন খবর অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী স্টেফান লোফভ্যান।

এর আগে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট জানিয়েছিলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করার কারণে মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের সম্মেলনে তার বক্তৃতা দেয়ার ক্ষেত্রে আপত্তি জানায় সৌদি আরব। মূলত সৌদি সরকারের এ আপত্তির কারণে মারগোটের বক্তৃতা বাতিল হয়ে যায়। সূত্র: আইআরবি