নাম-পরিচয় ভুলে গেছে মুক্তি পাওয়া ৮০ শিশু

SHARE

naijeriya11নাইজেরিয়ার সশস্ত্র ইসলামপন্থী সংগঠন বোকো হারামের বন্ধীদশা থেকে মুক্তি পাওয়া ৮০ শিশু তাদের নাম-পরিচয় ভুলে গেছে।

ক্যামেরুনের ক্যাম্পে আটকে রাখা হয়েছিল এসব শিশুদের। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট- এনডিআই’র পরিচালক ক্রিস্টোফার ফোমুনজো’র বরাতে গতকাল বিবিসি এ খবর নিশ্চিত করে।

ফোমুনজো বলেন, ৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়েরা ইংরেজি, ফ্রেঞ্চ কিংবা তাদের স্থানীয় ভাষা বলতে পারছে না। তিনি আরো বলেন, শিশুরা দীর্ঘদিন তাদের পরিচিত জনদের সংস্পর্শে ছিলো না।

বন্দী থাকার সময় জোর করে তাদের মধ্যে জিহাদি মতাদর্শ ঢুকিয়ে দেয়া হয়েছে। এখন কাউকে চিনতে পারছে না তারা।

এর আগে গেলো নভেম্বরে ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি ক্যাম্প থেকে শিশুদের উদ্ধার করা হয়। পরে একটি এতিমখানায় পুনর্বাসন করা হয় তাদের।