শাহজালালে ৪০ লাখ টাকার সোনা আটক

SHARE

goldহজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেক্ট্রনিক খেলনার ভেতরে করে চোরাচালানের মাধ্যমে আনা সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তাদের দাবি আটক আটটি সোনার বারের ওজন ৮০০ গ্রাম এবং বর্তমান বাজারদর ৪০ লাখ টাকা।

বুধবার বেলা ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, সনি প্লে স্টেশন নামের গেমিং ডিভাইসের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণগুলো লুকানো ছিল। বিমানের এসকিউ৪৪৬ ফ্লাইটযোগে বুধবার সিঙ্গাপুর থেকে এগুলো শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

তিনি জানান, ২৫ বায়তুল মোকাররম মার্কেটের হৃদয় ইলেক্ট্রিকের মো. আবু আলমের নামে ইলেক্ট্রনিক পন্যগুলো এসেছে। দুলাল মিয়া নামের এক ব্যক্তি সিঙ্গাপুর থেকে এগুলো পাঠিয়েছেন। এর সঙ্গে আরো কারা জড়িত সেটি সনাক্তে তদন্ত চলছে।