নরসিংদীতে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ, দগ্ধ ২

SHARE

pettrol bomaনরসিংদীতে মালবাহী ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ  দুজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতবস্থায় তাদের  নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাচদোনার চৈতাবো নামক স্থানে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- নরসিংদীর চৌয়ালা এলাকার মোহাম্মদ আলীর ছেলে সোহরাব মিয়া (৪০), চাদঁপুরের অলিউল্লার ছেলে আল ইমরান (২০)।

পুলিশ ও দগ্ধ ট্রাকচালক সোহরাব মিয়া জানায়, নরসিংদীর চৌয়ালা থেকে ওয়েস্টেজ মালামাল নিয়ে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিল। ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাচদোনার চৈতাবো নামক স্থানে পৌঁছলে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন গাড়ীর সামনের অংশে ছড়িয়ে পড়ে। দগ্ধ হয় চালকসহ দুই জন।

খবর পেয়ে দমকল বাহীনির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়া দগ্ধদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.আমিনুল ইসলাম জানিয়েছেন,আগুণে চালক সোহরাব মিয়ার শরীরের ২০ ভাগ ও অপর দগ্ধের শরীরের ১০ ভাগ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর মডেল থানা পুলিশ।