অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে একটি ইঞ্জিনবোটসহ ২০ জনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রাম পূর্বজোনের কোস্টগার্ডের একটি টহল দল অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তাদের আটক করে।
কোস্ট গার্ড পূর্বজোনের কর্মকর্তা তারেক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় কুতুবদিয়া চ্যানেলে একটি ইঞ্জিন বোটের সন্দেহজনক গতিবিধির কারণে সেটি আটক করে তল্লাশি চালানো হয়।
ওই সময় বোটে থাকা যাত্রীরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সত্যতা নিশ্চিত হয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাচারকারী দালালদের শনাক্ত করার চেষ্ঠা করছে কোস্টগার্ড।