কোরীয় কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা ছাড়ার নির্দেশ

SHARE

goldবিমানবন্দরে স্বর্ণসহ আটক কোরীয় কূটনীতিককে ৭২ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে সরকার।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোরীয় রাষ্ট্রদূতকে তলব করে এ নির্দেশনা দেয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

স্বর্ণ চোরাচালানে হাতেনাতে ধরা পড়েন উত্তর কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ইকোনোমিক অ্যান্ড কমার্শিয়াল) সন ইয়াং ন্যাম (৫০)।

গত বৃহস্পতিবার রাতে বিমান বন্দরে নামার পর কোরিয়ান কূটনীতিকের লাগেজ থেকে প্রায় ২৭ কেজি স্বর্ণ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা যার দাম সাড়ে ১৩ কোটি টাকা।

সারা রাত তাকে আটক রেখে দুপুরে দূতাবাসের জিম্মায় সাময়িকভাবে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনার থেকে কূটনৈতিক পল্লীতে রীতিমত তোলপাড় চলছে। অভিযুক্তকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে সে দিন দূতাবাসের যেসব কর্মকর্তারা বিমান বন্দরে গিয়ে দেন-দরবার করেছিলেন তাদের বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে। স্বর্ণ চোরাচালানে একজন না  ‘সংঘবদ্ধ চক্র’ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সরকার।