ফার্নিচার মার্কেটে আগুন, আতঙ্কে একজনের মৃত্যু

SHARE

fire tনগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৩টি দোকান ও কারখানা ভস্মীভূত হয়েছে।

আজ সোমবার ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।  সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসময় আগুন আতঙ্কে রবিউল আলম (৬০) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন,ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে কাঁচা ফার্নিচার মার্কেটে আগুনের ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে যায়।  প্রায় ৫ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক বলেন, আগুন যেখানে লেগেছে সেখান থেকে প্রায় দু’শ গজ দূরে একটি বাসায় সেনাবাহিনীর একজন বেসামরিক কর্মকর্তা ভয়াবহ আগুন দেখে আতঙ্কিত হয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।  এসব ফার্নিচার দোকানের পাশে ছিল কারখানা।  কারখানায় কাঠ, কাঠের গুঁড়ি, তুষ, রাসায়নিক সলিউশান, রং ইত্যাদি ছিল।  এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে বলে স্থানীয়রা জানান।