জানতে চান ঠিক কত দিন বেঁচে থাকবেন আপনি? তাহলে এই মোবাইল অ্যাপটি আপনার জন্যেই৷ সম্প্রতি নতুন এই মোবাইল অ্যাপটি সংযোজিত হয়েছে আইফোনে৷ অ্যাপটির পোশাকি নাম ‘ডেডলাইন’৷ এটি আপনার আইফোনের হেল্থকিট টুল’কে বিশ্লেষণ করে আপনাকে জানাবে আপনি কত দিন বেঁচে থাকবেন৷
আইফোনের হেল্থকিট টুল আপনার উচ্চতা, রক্তচাপ, ঘুমের পরিমাণ ও গোটা দিনে আপনার শারীরিক গতিবিধিকে রেকর্ড করে রাখে৷ ‘ডেডলাইন’ অ্যাপ এই রেকর্ডেড ডেটাকে ব্যবহার করেই আপনার দৈনিক জীবনযাপন সম্পর্কে কিছু উত্তরের ভিত্তিতে আপনার মৃত্যুর দিন নির্ধারণ করে জানাবে আপনাকে৷
অ্যাপসের নির্মাতা গিস্ট এলএলসি অ্যাপেলের আইটিউন পেজে লিখেছেন, কোনও অ্যাপই আপনার মৃত্যুর দিন ও সময় একেবারেই সঠিক করে বলতে পারে না৷ এই অ্যাপসটি আপনার জীবনযাত্রার উপর নজর রাখে ও স্বাস্থ্যকে সুস্থ রাখতে উৎসাহিত করে৷ এমনকী, প্রয়োজন পড়লে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেয়৷ তিনি আরও জানিয়েছেন, আপনি দৈনিক খাওয়া-দাওয়া ঠিক রেখে ও নিয়মিত ব্যয়ামের সাহায্যে আপনার আয়ু দীর্ঘায়িত করতে পারবেন।