সোয়াইন ফ্লু বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

SHARE
সোয়াইন ফ্লু ভাইরাস নিয়ে সাধারণ মানুষেকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ভারতে সোয়াইন ফ্লু সংক্রমণ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও এক স্থানীয় আরেক বেসরকারি প্রতিষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করে।
ডা. মাহমুদুর রহমান বলেন, ‘সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু ঘটেনি। চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও লজিস্টিক সাপোর্ট রয়েছে।’
আইইডিসিআর পরিচালক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার তিন জন রোগী পাওয়া গেছে। এদের মধ্যে দুজনই ভারত থেকে এসেছেন। দেশের সীমান্তসহ ২৫টি স্পটে ইনফ্লুয়েঞ্জা রোগ শনাক্ত করতে চিকিৎসক  ও স্ক্যানার দেওয়া হয়েছে। মৌসুমী এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধও দেশে রয়েছে।’
এপ্রিল থেকে জুলাইয়ে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা বেশি হওয়ায় রোগটি প্রতিরোধে ওষুধের পরিমাণ বৃদ্ধির কাজ চলছে বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘বাজারে সাড়ে তিনশ’ টাকায় রোগটির ভ্যাকসিন পাওয়া যায়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অনেক হাসপাতালে রোগটির ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাই উদ্বিগ্ন হওয়রা কিছু নেই।’