ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ঝরে গেল পেট্রোলবোমায় দগ্ধ আরও এক প্রাণ। রবিবার বেলা ১২টার দিকে মারা যান চট্টগ্রামের সুভাষ সোম (৫৬)। এ নিয়ে ঢামেক হাসপাতালে দগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসা ১৫ জনের মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, ওই ব্যক্তির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ১৮ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের টাইগারপাচ এলাকায় রাইডার পরিবহনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন সুভাষ সোম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
সুভাষ সোম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাবরকুণ্ড গ্রামের মৃত বিরেন্দ্র কুমার সোমের ছেলে।
সুভাষের জামাতা রাজু চৌধুরী জানান, তার শ্বশুর ডবলমুড়িং এলাকায় থাকতেন ও চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে ব্যবসা করতেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পেট্রোলবোমায় দগ্ধ হন।