ভাস্কর্যকে অপমান করায় তুরস্কের প্রেসিডেন্টের জরিমানা

SHARE

vaskorjoভাস্কর্যকে ভৎসনা করায় জরিমানা গুনতে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ানকে। ২০১১ সালে তুরস্কে প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটিতে মানবতার প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্যটিকে একটি ‘বিকট মূর্তি’ বলে বর্ণনা করেন তিনি।

শুধু তাই নয়, এমন আকৃতির কারণে মূর্তিটি সরিয়ে নেয়ার পরামর্শও দেন তিনি। তুরস্ক ও আর্মেনিয়ার মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবেই এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল।

দু’দেশের সীমান্তের কাছে তুরস্কের পূর্বের শহর কারসে একটি পাহাড়ের উপর তৈরি এই ভাস্কর্যে ৩০ মিটার উঁচু দুটি মানব মূর্তি মুখোমুখি দাঁড়িয়ে ছিল।

এটির নির্মাণ কাজ অবশ্য কখনও শেষ হয়নি। এরদোয়ানের মন্তব্যের কয়েক মাস পরই তা ভেঙ্গে ফেলা হয়।

এখন প্রেসিডেন্ট এরদোয়ানকে ঐ শিল্পকর্মের ভাস্কর মেহমেত আকসয়কে চার হাজার মার্কিন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছে ইস্তানবুলের একটি আদালত।

‘দ্য হুরিয়েত ডেইলি’র প্রতিবেদনে এখবর প্রকাশিত হয়েছে। তার তৈরি শিল্পকর্মকে অপমান করা হয়েছে, এই মর্মে অভিযোগ করেছিলেন মিস্টার আকসয়।

যদিও মিস্টার এরদোয়ানের আইনজীবীর যুক্তি হচ্ছে, এই মন্তব্যের মাধ্যমে শুধুমাত্র কাজটির সমালোচনা করেছিলেন মিস্টার এরদোয়ান।–বিবিসি।