পিনাক-৬ লঞ্চ মালিকের জামিন স্থগিত

SHARE

abu bokorপিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিককে হাইকোর্টের দেওয়া জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি নিয়ে জামিন স্থগিত করেন। গত ২ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ আবু বক্করকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হয়।
আদালতে আবু বকরের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
গত বছরের ৪ আগস্ট দুপুরে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে আড়াইশ’র বেশি যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। পরদিন মুন্সীগঞ্জের লৌহজং থানায় আবু বকরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর ভূঁইয়া। ওই মামলায় একই বছরের ১৪ আগস্ট আবু বকর গ্রেফতার হন।
নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। এরপর গত সোমবার হাইকোর্ট তাকে জামিন দিলে এর বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।