উন্নয়ন ঠেকাতেই বিএনপি’র লবিস্ট নিয়োগ: শেখ পরশ

SHARE

বিএনপির লবিষ্ট নিয়োগ প্রসঙ্গে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘আমি আশা করেছিলাম বিএনপি রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলেল মধ্যে পার্থক্য বোঝে। কিন্তু না, তারা তা বোঝেনা। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে দেশের বিরুদ্ধে, দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে। তারা বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতেই দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে। এর আগে বিএনপির নেত্রী খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। আমি মনে করি, বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) ইসলামবাগ ঈদগাহ মাঠ, লালবাগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পরশ।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নের কথা তুলে ধরে পরশ বলেন, ১৯৭৫ এর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করাতে তাঁর সেই স্বপ্ন অপূরণ থেকে যায। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আজীবন সংগ্রাম-আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এদেশের মাথা পিছু আয় এখন ২৫৫৪ ডলার। নারীর ক্ষমতায়নে এবং শিশু মৃত্যু হার সূচক বিবেচনা করলে বাংলাদেশ এখন সারা বিশ্বে অন্যতম প্রধান দেশ। তাই বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, উন্নত দেশ হিসাবে দেখতে হলে আমাদের শেখ হাসিনা সরকার আবারো দরকার।

যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক্ষ্য একটা মানবিক সমাজ ব্যবস্থা কায়েম করে এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুকন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই লক্ষ্যে চার দশকের বেশি সময় ধরে বঙ্গবন্ধুর শোষিতের, অর্থাৎ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

অনুষ্ঠানে, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামাতের রাজনীতি মানেই আগুন সন্ত্রাস, খুন, গুম, হত্যার রাজনীতি। বিগত দিনে কিভাবে গাড়িতে আগুন দিয়ে শত শত মানুষ পুড়িয়ে কত মায়ের কোল খালি করেছে বিএনপি-জামাত। আজ তারাই আবার মাথাচারা দিয়ে উঠেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করতে, বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে, দেশের টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করছে।