আমাদের সন্তান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক: নুসরাত

SHARE

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মুসলিম ঘরের নারী। আর তার স্বামী যশ দাশগুপ্ত একজন হিন্দু। এ নিয়ে অভিনেত্রীকে কম কথা শুনতে হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে শিকার হতে হয়েছে কড়া সমালোচনার। সবশেষ ছেলেকে নিয়েও শুনতে হয়েছে নানা কথা। ঈশান কোন ধর্মের হবে? তাকে কোন ধর্ম মেনে লালন-পালন করতেন চান-এসব।

এবার এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আর যশের ফের বিয়ে করার প্রয়োজন নেই। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, যশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ আগেই সেরেছেন।
ছেলের ধর্ম কি হবে এ বিষয়ে জানতে চাইলে নুসরাতের পরিষ্কার উত্তর, একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক

তৃণমূল কংগ্রেসর এই সংসদ সদস্য জানান, দুই ধর্মকেই চিনবে তার ছেলে। তার সংসারে যেভাবে দুর্গাপূজা হয়, তেমনি উদযাপিত হবে ঈদ।