তামিম-মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

SHARE

tamim5স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রান তাড়া করতে গিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তামিম ২৮তম আর মাহমুদউল্লাহ ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে ১ উইকেটে ১২৬ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৬৫, মাহমুদউল্লাহ ৫৪ রানে ব্যাট করছেন। এর আগে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জস ডাভির বলে ওপেনার সৌম্যর ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

এছাড়া ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার পূর্ণ করেছেন তামিম ইকবাল। সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ থেকেই যার অপেক্ষায় ছিলেন তিনি। বিশ্বকাপে এসেও রান খরার কারণে হয়নি মাইলফলক অর্জন। তামিমকে দর্শক বানিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে চার হাজার রান অতিক্রম করেছিলেন সাকিব।

এদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পাওয়া এনামুল হক বিজয়কে এমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান বিজয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান র্দুজয় একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিজয়ের আজ ব্যাটিং করার সম্ভাবনা কম। বিজয়ের বদলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার।