প্র্যাক্টিসে বের করে দেওয়া হলো মায়ান্তিকে

SHARE

mayanti4প্রায় সবার অলক্ষ্যেই ভারতের প্র্যাক্টিস এরিনা থেকে সরে যেতে বলা হলো স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গারকে!

এমনই ঘটনা ঘটে গেল মঙ্গলবার, মার্ডক ইউনিভার্সিটির স্পোর্টস ওভালে৷ সকালেই ওয়েস্ট ইন্ডিজ প্র্যাক্টিস চলাকালীন স্টার স্পোর্টসের ক্রুদের সঙ্গে মাঠে পৌঁছে গিয়েছিলেন মায়ান্তি৷ ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলে বোলিং কোচ কার্টলে অ্যামব্রোসের ইন্টারভ্যু করতেও দেখা যায় তাকে৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্র্যাক্টিস শেষ হওয়ার পরেও তার টিমের সঙ্গে মাঠে ছিলেন মায়ান্তি৷ দুপুর দেড়টা নাগাদ যখন টিম ইন্ডিয়ার বাস মাঠে আসে, তখনও মাঠেই ছিলেন মায়ান্তি৷ সঙ্গে ক্যামেরাম্যান ও ক্রু৷ টিম যখন মাঠে নামছে, একটা সময় স্টুয়ার্ট বিনির মুখোমুখিও পড়ে যান তিনি৷ দু’জনের কেউই অবশ্য দাঁড়াননি বা কথাও বলেননি৷ তার পরে ভারতের মিডিয়া ম্যানেজার ডক্টর বাবার সঙ্গেও কথা বলতে দেখা যায় মায়ান্তিকে৷

ও দিকে মায়ান্তি যখন মাঠের মধ্যে, তখন গোটা ভারতীয় মিডিয়াকে অনেক দূরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে৷ কোনো এক চ্যানেলের প্রতিনিধি টিমের প্র্যাক্টিসে মায়ান্তি ও তার সঙ্গীদের থাকা নিয়ে প্রশ্ন তোলেন৷ বলা হয়, কেন বাড়তি সুবিধে পাচ্ছেন তিনি? এর কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীরা মায়ান্তিকে মাঠ থেকে বেরিয়ে আসতে বলেন৷ তার পরেই তড়িঘড়ি মাঠ ছাড়েন মায়ান্তি ও তার সঙ্গীরা৷

বিশ্বকাপে স্টার স্পোর্টসের অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন জাতীয় দলে থাকা বিনির স্ত্রী মায়ান্তি৷ আবার ভারতীয় বোর্ডের ফতোয়া অনুযায়ী, টুর্নামেন্ট চালাকালীন ক্রিকেটাররা বউ বা বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন না বা দেখা করতে পারবেন না৷ প্রশ্ন হচ্ছে, তা হলে ভারতের প্র্যাক্টিস চলাকালীন কী ভাবে মার্ডক ইউনিভার্সিটির মাঠে এলেন মায়ান্তি? টিমের প্র্যাক্টিস সূচি তো অনেক আগেই দেওয়া থাকে৷ ওয়েস্ট ইন্ডিজ প্র্যাক্টিস শেষ হওয়ার পরেও কেন মাঠে থাকলেন?