রিজভী ফের ২ দিনের রিমান্ডে

SHARE

rizvi19রাজধানীর মিরপুর থানা এলাকায় নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও দুই দিন রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

 

বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এ আদেশ দেন।
এর আগে মিরপুর থানায় করা একটি মামলায় রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম । রিজভীর আইনজীবী তার জামিন আবেদন করেন।
শুনানি শেষে  জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন আদালত।
এরইমধ্যে রিজভীকে বিভিন্ন মামলায় ৩৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে র্যােপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা রিজভীকে আটক করে।
এরপর ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।
এই রিমান্ড শেষে ৪ ফেব্রুয়ারি বাড্ডা থানার অন্য আরেকটি মামলায় তাকে আবার ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত।
১০ ফেব্রুয়ারি রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তার আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার অপর এক মামলায় আবার ৩ দিন রিমান্ড দেয়া হয় রিজভীকে।