বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি মাসে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬৪ কোটি ২৪ লাখ ৯১ হাজার ২৪৫ টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে।
বুধবার সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৪০ হাজার ৩৮১ বোতল ফেনসিডিল, ৬ লাখ ১৪ হাজার ৩১৫টি ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২ হাজার ৪১১টি উত্তেজক ট্যাবলেট, ২৩ হাজার ২৭০ বোতল বিদেশী মদ, ১ হাজার ৯৬ লিটার স্থানীয় মদ, ১ হাজার ৬৯ ক্যান বিয়ার, ৫৮১ কেজি গাঁজা, ২ কেজি ৫৪৫ গ্রাম হেরোইন, ২,৯৮৬টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ৮৮ হাজার ৮১৯টি বিভিন্ন ধরনের ট্যাবলেট।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৬টি বন্দুক, ৪টি ম্যাগাজিন, ৩টি ককটেল এবং ৩৬ রাউন্ড গুলি।
ফেব্রুয়ারি মাসে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১০ জনকে আটক করে থানায় সোপর্দ এবং ২৩৫৮টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৩৩০ জনকে আটক করা হয়, যার মধ্যে ৭৪ জন বাংলাদেশীকে আটক করে থানায় সোপর্দ, ভারতীয় ১০ জনের মধ্যে ৯ জনকে স্বদেশে ফেরত ও একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। মিয়ানমারের ১২১৬ জন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখিত সময়ে ৩০ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ২৩ জন নারী ও ০৭ জন শিশু রয়েছে এবং এ সংক্রান্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।