ওয়ার্নারের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

SHARE

wornarবিশ্বকাপে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন ম্যাথু হেইডেন। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১৫৮ রান করেছিলেন।

বুধবার অগ্রজ হেইডেনকে ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। পার্থে তার ব্যাটে চড়েই আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল স্কোরের পথে হাঁটছে অস্ট্রেলিয়া

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ২৪৬ রান। ওয়ার্নার ১৬৭, স্টিভেন স্মিথ ৬৬ রানে ব্যাট করছেন।

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দৌলত জাদরানের বলে নওরোজ মঙ্গলের হাতে ক্যাচ দেন ফিঞ্চ। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। তাদের জুটি দলকে পাইয়ে দেয় বড় স্কোরের সিড়ি। ওয়ার্নার তুলে নেন ৪র্থ ওয়ানডে সেঞ্চুরি। স্মিথও ৪র্থ হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তিনি এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে।