ইমরান খানের পোলিও-মুক্ত করার উদ্যোগকে স্বাগত জানালেন বিল গেটস। মঙ্গলবার তিনি ফোন করে প্রশংসা করেছে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে। খাইবার পাখতুনখাওয়া থেকে পোলিও দূরীকরণে যে প্রচেষ্টা তিনি করে চলেছেন, তারই প্রশংসা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা মাইক্রোসফট কর্তা বিল গেটস। পাশাপাশি এদিন ফোনে পেশোয়ারের স্কুলের জঙ্গি হামলার ঘটনা উল্লেখ করে শোক প্রকাশও করেন।
পোলিও দূরীকরণে খাইবার পাখতুনখাওয়া সরকারের কোনও সাহায্য লাগলে তিনি করবেন বলে জানিয়েছেন গেটস। ইমরানের এই উদ্যোগের নাম ”সেহাদ কা ইত্তেহাদ’। একটি সমীক্ষায় দেখা গিয়েছে পাকিস্তানের পোলিও রোগীদের মধ্যে ৯৬ শতাংশ খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে যে পরিমাণ পোলিও হয় তার ৮০ শতাংশ হয় পাকিস্তানে।