গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত জজকোর্ট এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এ উপলক্ষে পুলিশ, র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি।
লালবাগ পুলিশের এডিসি আবিদা সুলতানা জানিয়েছেন, আদালতে খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।