বেনজেমা-আসেনসিওর গোলে রিয়ালের জয়

SHARE

রক্ষণ জমাট রেখে মাঝমাঠ ও আক্রমণে পরিকল্পিত ফুটবল উপহার দিল রিয়াল মাদ্রিদ। পুরো মাঠেই আধিপত্য করল তারা। আক্রমণত্রয়ীর দুজন পেলেন গোলের দেখা, অন্যজন রাখলেন অবদান। নজরকাড়া পারফরম্যান্সে আতলেতিকো মাদ্রিদকে বেশ সহজেই হারাল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি ২-০ গোলে জিতেছে রিয়াল। করিম বেনজেমা দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। দুটি গোলেই অ্যাসিস্টের ভূমিকায় ভিনিসিয়াস জুনিয়র।

লা লিগায় টানা সপ্তম জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান আরও মজবুত করল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৮ ও নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল।

ম্যাচের ১৬ মিনিটের সময় গতিময় এক দলীয় আক্রমণে লিড নেয় স্বাগতিকরা। মার্কো অ্যাসেনসিওর পা থেকে বেনজেমা হয়ে বল পান ভিনিসিয়াস। তিনি শেষ বল এগিয়ে দেন ডি-বক্সের কাছে। সেখান থেকে সাইড ভলিতে প্রথম গোল করেন বেনজেমা।

দ্বিতীয় গোল হয় ম্যাচের ৫৭ মিনিটে গিয়ে। এটিতেও ভিনিসিয়াসের অবদান। অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুসের পাস থেকে বল পেয়েছিলেন ভিনিসিয়াস। তিনি ফাঁকা জায়গা বুঝে বল ছেড়ে দেন অ্যাসেনসিওর কাছে। বাকি কাজ আরামেই সারেন স্প্যানিশ ফরোয়ার্ড।

দুই গোলের জয়ের পর ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত রয়েছে রিয়ালের। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাটলেটিকো। দুই নম্বরে থাকা সেভিয়ার সংগ্রহ ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট।