আমলা-ডু প্লেসিসের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ৪১১

SHARE

amla dumuniটানা দ্বিতীয় ম্যাচে চার শ রানের বিশাল স্কোর গড়ল দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে এই রেকর্ড গড়ল প্রোটিয়ারা। গত ২৭ ফেব্রুয়ারি সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৮ রান করেছিল তারা। মঙ্গলবার ক্যানবেরায় সেটিও ছাড়িয়ে গেছে দলটি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ৪১১ রানের বিশাল স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে কুইন্টন ডি ককের উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। এরপর দলের হাল ধরেন আমলা-ডু প্লেসিস। তাদের জোড়া সেঞ্চুরি বড় রানের ভিত গড়ে দেয় দলকে। তারা ২৪৭ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে।

১০ রানে এড জয়েসের হাতে জীবন পাওয়া আমলা তুলে নেন ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করেছেন ডু প্লেসিসও। ২০তম সেঞ্চুরি করে আমলা ছাড়িয়ে গেলেন ভারতের বিরাট কোহলিকে। এখন আমলা সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ২০টি সেঞ্চুরির মালিক। আমলা ১০৮ ইনিংসে এই কৃতিত্ব গড়েছেন।

কেভিন ও’ব্রায়েনের বলে ডু প্লেসিস বোল্ড হলে বিচ্ছিন্ন হয় এই জুটি। ডু প্লেসিস ১০৯ বলে ১০৯ রান (১০ চার, ১ ছয়) করেন। ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল আমলার হাতে। ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে এড জয়েসের হাতেই ধরা পড়েন তিনি ম্যাকব্রায়েনের বলে। তিনি ১২৮ বলে ১৫৯ রান (১৬ চার, ৪ ছয়) করেন। ওই ওভারের তৃতীয় বলে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও ফিরে যান। তিনি ৯ বলে ২৪ রান করেন।

বাকি সময়ে মিলার-রোসাউয়ের নির্ভার তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৮.৩ ওভারে ১১০ রানের জুটি গড়েন তারা। রোসাউ তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩০ বলে অপরাজিত ৬১ রান (৬ চার, ৩ ছয়) করেন তিনি। মিলার ২৩ বলে অপরাজিত ৪৬ রান (৬ চার, ৩ ছয়) করেন। আইরিশদের পক্ষে ম্যাকব্রায়েন ২টি, কেভিন ও’ব্রায়েন, মুনি ১টি করে উইকেট পান।