সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ন্যাটো বাহিনীর রসদবাহী একটি ট্রাক বহরে অজ্ঞাত জঙ্গিরা হামলা চালিয়েছে। এত কমপক্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
উপজাতি অধ্যুষিত খাইবার প্রদেশের জমরুদ তাহশীলের ওয়াজির দান্দ এলাকার কারখানো বাজারের কাছাকাছি ঘটনাটি ঘটে বলে জানায় প্রশাসন।
রাজনৈতিক প্রশাসনের কর্মকর্তারা বলেন, জামরুদ তহশীলের ওয়াজির দান্দ এলাকার কারখানো বাজারের কাছাকাছি অজ্ঞাত বন্দুকধারীরা তিনটি ন্যাটো মালবাহী ট্রাককে লক্ষ্য করে গুলি ছুড়লে ট্রাকের দুই ড্রাইভার ঘটনাস্থলে মারা যায়। গুলি ছোড়ার পর তারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষ্যদর্শীরা বলছে, ১০-১২জন সশস্ত্র লোক এই অগ্নিকাণ্ডটি ঘটায়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আগানিস্তান ও পাকিস্তানের মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়েছে।
খাইবার প্রদেশটি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আফগান সীমান্তের সাতটি আধা-স্বায়ত্বশাসিত নৃগোষ্ঠী অধ্যুষিত জেলার অন্যতম।