বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বিএনপি ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।
বাংলাদেশী অধ্যুষিত জ্যাকস হাইটস জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে শনিবার সন্ধ্যায় এক সেমিনারে এ কথা বলেন তিনি। নিউইয়র্কে ‘হিউম্যান রাইটস্ ডেভলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি) এ সেমিনারের আয়োজন করে।
সাদেক হোসেন খোকা বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতেই বিডিআর হত্যাকাণ্ড করা হয়। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সেমিনারের শুরুতেই পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা অফিসারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া বিডিআর বিদ্রোহ ও জওয়ানদের হত্যাকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিওচিত্র (প্রামাণ্যচিত্র) প্রদর্শন করা হয়।
এইচআরডিবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নিই ইয়র্ক মওলানা ভাসানী ফাইন্ডেশনের সভাপতি দেওয়ান শামসুল আরেফিন, সেক্রেটারি আলী ইমাম, কানাডার মন্ট্রিলের ডাউসন কলেজের অধ্যাপক প্রফেসর আবিদ বাহার, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ইউং কমান্ডার সালাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।