অভিজিৎ হত্যার তদন্ত করবে ডিবি

SHARE

ovijitলেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্তভার শনিবার গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শিবলি নোমান জানিয়েছেন, মি. রায়ের হত্যাকারীদের যথাসম্ভব দ্রুত খুঁজে বের করার জন্যই এ দায়িত্ব ডিবিকে দেয়া হয়েছে।

তিনি জানান মি. রায়ের হত্যাকারীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যেই রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালালেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে, এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আমেরিকা। সেই সঙ্গে বাংলাদেশ চাইলে এই হত্যাকাণ্ড তদন্তে সহায়তা দিতে দেশটি প্রস্তুত বলে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান মুখপাত্র জেন সাকি।

বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়।

এরপর আনসার বাংলা সেভেন নামের এক টুইটার একাউন্ট থেকে দাবি করা হয়েছে, ব্লগার অভিজিৎ রায়কে তার ‘ইসলাম বিরোধী অপরাধের জন্য হত্যা করা হয়েছে।

পুলিশ বলছে, এই ঘটনার পেছনে ‘আনসার বাংলা সেভেন নামে জঙ্গি ইসলামী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।