র‍্যাবের নতুন গোয়েন্দা প্রধান মশিউর রহমান

SHARE

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল। তিনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকেলে দায়িত্ব গ্রহণ করেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল। তিনি এর আগে র‍্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ছিলেন।

এদিকে মেধাবী, সৎ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত লে. কর্নেল খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে গত বছরের ৪ নভেম্বর তিনি র‌্যাবের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পান। তার সময়ে এলিট ফোর্সটিতে সব থেকে বেশি আলোচিত অভিযান পরিচালিত হয়। এছাড়া লে. কর্নেল খায়রুল ইসলাম পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।