আটকের পর ১০ দিনের রিমান্ডে থাকায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বর্তমান শারিরীক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল। তার যেকোনো ক্ষতির জন্য কর্তৃপক্ষকেই দায় বহন করতে হবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মান্না দীর্ঘদিন ধরে হৃদরোগ, চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত। বাইরে থাকা অবস্থায় নিয়মিত ফিজিওথেরাপিসহ চিকিৎসার প্রয়োজন হতো। কিন্তু আটকের পর থেকে তার এই চিকিৎসা বন্ধ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কেউই এখন পর্যন্ত দেখা করার সুযোগ পাচ্ছে না।
এছাড়া চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী মান্নার প্রতিদিনের ওষুধপত্রও তাকে দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। ডিবি অফিসের গেইটে ওষুধপত্রসহ মান্নার খাবার রেখে আসতে হচ্ছে বলেও জানায় নাগরিক ঐক্য।
বিবৃতিতে বলা হয়, এ অবস্থায় তার শারীরিক সুস্থতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রিমান্ডের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশও কার্যকর না হওয়ার অভিযোগ উঠেছে। আমরা অবিলম্বে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার পরিবারের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।