বাল্য বিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর ছাত্রী

SHARE

rape22নীলফামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেনীর এক ছাত্রী।

বৃহস্পতিবার গভীর রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার মুশরত পানিয়াল পুকুর গ্রামে বাল্য বিয়ে বন্ধের এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই এলাকার একরামুল হকের মেয়ে ও কাচারীরহাট দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী পেয়ারী আক্তার (১৪) এর সাথে একই গ্রামের সাবের আলীর ছেলে আছিউল ইসলাম (১৮) বিয়ের আয়োজন চলছিল।

এ অবস্থায় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া বিষয়টি কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান কে অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এসে বাল্য বিয়েটি বন্ধ করে উভয় পরিবারের কাছে মুছলেকা আদায় করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।